Samhati

ওহিদুর রহমান

জন্ম ১৯৪৩ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যায়নকালে বিপ্লবী রাজনীতির সাথে যুক্ত হন। ’৬৮ সালে মেনন গ্রুপ ছাত্র ইউনিয়েিনর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ’৬৯ সালে ন্যাপ (ভাসানী) ও পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির রাজশাহী জেলা কমিটির সদস্য এবং কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধ আরম্ভ হলে তিনি প্রথমে ‘আত্রাই কমিউনিস্ট পার্টি’ এবং পরে ‘রাজশাহী জেলার আঞ্চলিক কমিউনিস্ট পার্টি’র মূল নেতার দায়িত্ব পালন করেন। এই সংগঠনটি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ও অসমসাহসী ভূমিকা পালন করে। যুদ্ধের ঠিক পরপরই নকশাল আন্দোলনে যুক্ত হন এবং অচিরেই সশস্ত্র লড়াইয়ে আহত হয়ে গ্রেফতার হন। মুক্ত হন ’৭৭ সালে। এরপর বিপ্লবী বামপন্থীদের নানান পুনর্গঠন তৎপরতায় সক্রিয় থাকেন। ’৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন এবং পরবর্তীতে সিপিবিতে যোগ দেন। ’৯১ সালের নির্বাচনে সিপিবি আওয়ামী লীগের সাথে যৌথভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি আবারও প্রার্থী হন। ইতিমধ্যে সিপিবি ভেঙে গেলে সেখান থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। ওহিদুর রহমান মুক্তিযুদ্ধ ও চলমান রাজনীতি বিষয়ে বেশকিছু প্রবন্ধের রচয়িতা।