Samhati

নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ জন্ম ১৯৪৪ যশোর জেলার কোতয়ালী থানার দৌলতপুর গ্রামে। বাবা মরহুম আব্দুল মালেক, মাতা মরহুমা ইছারুন নেসা।
ছাত্র ইউনিয়নে যোগদান ১৯৫৮ সালে স্কুলে থাকাকালীন এবং কমিউনিস্ট পার্টিতে ১৯৬২ সালে। ৬২’র বৃহত্তর যশোর জেলা ছাত্র সংগ্রাম পরিষদ এর সদস্য হন। ১৯৬৩ সালে অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৬৪-৬৫ সালে কলেজ ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত সহ-সভাপতি(ভি.পি.)। ‘৬২র ছাত্র আন্দোলন থেকে ’৬৯ এর গণ আন্দোলন পর্যন্ত সব সংগ্রামে তিনি অংশগ্রহণ করে একাধিকবার জেলে গেছেন। ১৯৭০ সালে জানুয়ারি মাসে বন্দবিলা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করা অবস্থায় আত্মগোপনে চলে যান। ’৭১ এর যুদ্ধে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি(এম-এল)-এর পক্ষে যশোর জেলা কমিটির সদস্য ও সামরিক কমিশনের আহ্বায়ক ছিলেন।
মহাবিদ্রোহের ১৫০ বৎসর পূর্তি উৎযাপন জাতীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত কুড়ি বছর যাবৎ তিনি বিভিন্ন বিষয়ের ওপর লিখে আসছেন। প্রধানত তিনি একজন প্রাবন্ধিক। প্রকাশিত বই- ইতিহাস সমাজ-রাষ্ট্র সংস্কৃতি, আন্তর্জাতিক সমুদ্র আইন-১৯৮২, পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের উৎপত্তি ও আগ্রাসনের প্রেক্ষাপটে : সিভিল সোসাইটি, পলাশী যুদ্ধের কারণ-ইতিহাসের পুনর্পাঠ।