Samhati

রণজিৎ চট্টোপাধ্যায়

মাতা : রাধারণী চট্টোপাধ্যায়, পিতা : ভূপতি কুমার চট্টোপাধ্যায়। জন্ম-বাংলা ১৩৫১ সালের ১৭ই চৈত্র শনিবার সন্ধ্যায় যশোর শহরে। ১৯৬৮ সালে খুলনা আজম খান কমার্স কলেজ থেকে বি.কম পাস। স্কুল শিক্ষকতা দিয়ে জীবন শুরু। স্কুল জীবনে রাজনীতির হাতে খড়ি; ৬৭ সালে ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নির্বাচিত। কৃষক সমিতি, ন্যাপ ও ছাত্র ইউনিয়ন তিনটি সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। ’৬৯-এর গণ আন্দোলনের সক্রিয় সংগঠক। ’৭০ সালে পুর্বপাকিস্তান কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক হিসেবে আত্মগোপন। ’৭১ এর যুদ্ধে লাগাতার অংশগ্রহণ। খুলনা শহর ও শহরতলীর দায়িত্ব ছাড়াও জেলা কমিটির মর্যাদায় খুলনা-যশোর সীমান্ত আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত। ওই কমিটির নেতৃত্বে গঠিত যশোর জেলা সেনাবাহিনীর ডেপুটি পলিটিক্যাল কমিশার। ছোট বড় অনেক কৃষক আন্দোলনের সংগঠক। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদ্য এবং জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির নির্বাচিত সভাপতি। কবিগান, কীর্তনগান, জারী গান ও প্রভৃতি ‘লোকসংস্কৃতির গবেষক ‘লোকসংস্কৃতির তথ্য উপাত্ত সংগ্রহ ও পাণ্ডুলিপি প্রণয়ন’ শীর্ষ বাংলা একাডেমীর প্রকল্পের সাথে সম্পর্কিত। প্রাবন্ধিক রণজিৎ চট্টোপাধ্যায় অনেক কবিতা ও ছোটগল্প রচনা করেছেন।