Samhati
৩:২০ পিএম
২৯ জুলাই ২০১৫

হাত বাড়িয়ে দাও

ওরিয়ানা ফাল্লাচি , আনু মুহাম্মদ

হাত বাড়িয়ে দাও

হাত বাড়িয়ে দাও গ্রন্থটি ওরিয়ানা ফাল্লাচির সবচে’ বিখ্যাত গ্রন্থের একটি। জন্ম না নেয়া একটি শিশুর সাথে তার মায়ের কথোপকথনের ছলে দিনপঞ্জির আদলে লেখা এই হ্রস্বকায় বইটিতে বলা হয়েছে সমাজে নারী-পুরুষের সম্পর্ক, বিবাহপূর্ব একটি সন্তানের জন্ম দেয়া নারীর বিড়ম্বনা, বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে সামাজিক সংঘাত, নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয়া একটি নারীশিশুর বেড়ে ওঠা আর শেষতঃ এই সংঘাত, ক্লেদ আর বিবমিষাপূর্ণ পৃথিবীতে গর্ভস্থ সেই শিশুটির আর কখনো জন্ম না নেয়ার কাহিনী। ফাল্লাচি তার ইউরোপীয় শ্রেষ্ঠত্ববাদী মতামত ও আরও কিছু রাজনৈতিক অবস্থানের কারণে সমালোচিত হয়ে আসছেন। কিন্তু লেটার টু এ চাইল্ড নেভার বর্ন অনুভূতির সুক্ষতা আর বিদ্রোহের তীব্রতায় নারীবাদী সাহিত্যে উলে­খযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত।

ওরিয়ানা ফাল্লাচি ১৯২৯ সালের ২৪ জুলাই ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। সাংবাদিক হিসেবে সমকালীন বিখ্যাত সব ব্যক্তিবর্গের সাক্ষাৎকার গ্রহণ করেন, নিরাপোষ ও আক্রমণাত্মক মন্তব্যের কারণে বহুবার বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: দ্যা ইউজলেস সেক্স, ইগোটিস্ট, সিক্সটিন সারপ্রাইজিং ইন্টারভিউজ, ইফ দ্যা সান ডাউজ, নাথিং এন্ড সো বি ইট, ইন্টারভিউ উইথ হিস্ট্রি এবং এ ম্যান। হাত বাড়িয়ে দাও তার ‘এ লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ গ্রন্থের অনুবাদ। প্রকাশিত হয় ১৯৭৫ সালে।  

 

প্রকাশকাল : প্রথম সংহতি সংস্করণ নভেম্বর ২০০৯, দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি ২০১৩

প্রচ্ছদ : অমল আকাশ

দাম : পঁচাত্তর টাকা/পাঁচ ডলার
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮৮৮-২০১-৬