Samhati
৪:০২ পিএম
০২ আগস্ট ২০১৫

পুঁজির অন্তর্গত প্রবণতা

আনু মুহাম্মদ

পুঁজির অন্তর্গত প্রবণতা

‘পুঁজির অন্তর্গত প্রবণতা’ গ্রন্থটির লক্ষ্য পুঁজির সাথে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিচার। সঙ্গত কারণেই এর আলোচ্যসূচিতে যেমন রয়েছে পুঁজি কেন অনিবার্য নিয়মে বিকাশের স্তর পেরিয়ে মন্দা ও সঙ্কটে পতিত হয়, তেমনি রয়েছে উন্নয়নের ডামাডোলে স্বয়ং প্রাণের অস্তিত্বের অবিচ্ছেদ্য শর্ত-প্রকৃতির বিভিন্ন উপাদান নদী, কৃষিজমি আর বনভূমির পরিণতি।

পুঁজির যাত্রাপথে দরিদ্রতম মানুষেরা কিভাবে ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্যের শিকার হয়; জ্বালানি, বন্দরসমেত সার্বভৌমত্ব ও জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বাস্তব এখতিয়ার কিভাবে সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় গণশত্রুদের হাতেই চলে যায়, জনগণের সম্পদ কিভাবে বিপদের কারণ হয়ে দাঁড়ায়, সেটিও লেখক তাঁর বিবেচনার বাইরে রাখেননি। ‘পুঁজির অন্তর্গত প্রবণতা’ গ্রন্থটি অর্থনীতি, সমাজ ও রাজনীতির গতিধারা বিষয়ে অনুসন্ধিৎসু সকলের আগ্রহের খোরাক যোগাবে।

 

প্রকাশকাল : ডিসেম্বর ২০১০
প্রচ্ছদ : অমল আকাশ
দাম : দুইশত টাকা/১৫ ডলার
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮৮৮-২১০-৮