Samhati
১২:১৭ পিএম
১০ আগস্ট ২০১৫

অসম্মতি উৎপাদন

ফাহমিদুল হক

অসম্মতি উৎপাদন

’অসম্মতি উৎপাদন’ লেখকের সমসাময়িক গণমাধ্যম-বিষয়ক ভাবনার প্রতিফলন। এই গ্রন্থে লেখক বাংলাদেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন ইস্যু ও কেসের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিশ্বায়নকালে পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যম, সমাজ-রাষ্ট্র ও অর্থনীতির আন্তঃসম্পর্ক তুলে ধরেছেন। তাঁর বিশ্লেষণ মূলধারার মিডিয়ার প্রকৃত চেহারা 
উন্মোচন করে এবং পাঠকের সামনে এক অজানা মিডিয়াজগৎ উদ্ভাসিত হয়ে ওঠে। এই গ্রন্থ পাঠককে বিকল্প মিডিয়ার অনুসন্ধানে ও তাতে অংশগ্রহণেও উৎসাহিত করে তুলবে।

ফাহমিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ও বাংলাদেশের মিডিয়ার সমালোচনাত্মক অধ্যয়ন করে চলেছেন। চলচ্চিত্র অধ্যয়ন ও গণমাধ্যমের রাজনৈতিক-অর্থনীতি তাঁর একাডেমিক আগ্রহের এলাকা। যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা যোগাযোগ-এর অন্যতম সম্পাদক। ছোটগল্প লেখেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাত। উল্লেখযোগ্য গ্রন্থ বাংলাদেশের চলচ্চিত্র শিল্প : সংকটে জনসংস্কৃতি (গবেষণা, ২০০৮), কর্পোরেট মিডিয়ার যুদ্ধ ও তথ্য বাণিজ্য (সম্পাদনা, ২০০৪), এ শহর আমার নয় (গল্প, ২০০৫)।

জন্ম রাজশাহীতে, ১৯৭১ সালে।