Samhati
১১:৩১ এএম
০৭ জুন ২০১৪

সভ্যতার অসন্তোষ

সিগমুন্ড ফ্রয়েড , আলীফ হোসেন

সভ্যতার অসন্তোষ

মনোবিশ্লেষণ বিদ্যার জনক সিগমুন্ড ফ্রয়েড এদেশের পাঠকের কাছে যথেষ্ট পরিচিত হলেও তাঁর অল্পক’টি গ্রন্থই বাংলায় অনূদিত হয়েছে; যদিও ফ্রয়েড পরবর্তী সাহিত্য-রাজনীতি-সমাজবিজ্ঞানসহ মানববিদ্যার সকল শাখায় মনোবিশ্লেষণের প্রভাব বিবেচনা করলে তাঁর গ্রন্থসমূহ বহুপূর্বেই বাংলায় সহজলভ্য হওয়াটা জরুরি ছিল। 

১৯৩০ সালে ফ্রয়েড রচিত সিভিলাইজেশন অ্যান্ড ইটস্ ডিসকনটেন্টস গ্রন্থটি প্রকাশের পরপরই সারা ইউরোপে ব্যাপক সাড়া ফেলে। সেই থেকে এ পর্যন্ত গ্রন্থটি একটি ধ্রুপদী গ্রন্থের মর্যাদা পেয়ে আসছে। এরই বাংলা অনুবাদ সভ্যতার অসন্তোষ শুধু মনোবিজ্ঞানে উৎসাহীদের তৃষ্ণায় নিবৃত করবে না, মানববিদ্যার সকল শাখায় আগ্রহী পাঠকের জন্য এটি একটি অবশ্যপাঠ্য।

প্রকাশকাল : জুন ২০০৯
প্রচ্ছদ : অমল আকাশ
দাম : ১৮০ টাকা/ ৬ ডলার 
আইএসবিএন : ৯৮৪-৭০০-৪৬০০-১৪-৭