Samhati
৫:০১ পিএম
০২ আগস্ট ২০১৫

বিশ্বব্যাংক আইএমএফ এডিবি : গণট্রাইব্যুনাল

সম্পাদনা পর্ষদ

বিশ্বব্যাংক আইএমএফ এডিবি : গণট্রাইব্যুনাল

বাংলাদেশের প্রাণ-প্রকৃতি-অর্থনীতি কোন ক্ষেত্রেই বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবি এই ত্রয়ী প্রতিষ্ঠানের আগ্রাসন থেকে মুক্ত থাকেনি। অনুন্নত বিশ্বের আরও বহদেশের মতো বাংলাদেশেও উন্নয়নের নামে অবাধ বহুজাতিক লুণ্ঠন, দেশের চাহিদার সাথে ভারসাম্যহীন বিকাশ, অশিক্ষা, অপরিসীম দারিদ্র আর অচিন্তনীয় বিত্তের উৎস খুঁজতে গেলে এই ত্রয়ীর তৎপরতার মাঝেই অনুসন্ধান করতে হবে।

বিশ্বব্যাংক আইএমএফ-এডিবি: গণট্রাইব্যুনাল বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যাংকিং, পাট, স্বাস্থ্য, শিক্ষা এবং জ্বালানি--এই ছয়টি খাতে এই প্রতিষ্ঠান তিনটি যে ধ্বংসাত্মক ভূমিকা রেখেছে, তার একটি প্রামাণ্য দলিল। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক তৎপরতার সাথে যুক্ত বিশিষ্ট নাগরিকরা এই উদ্যোগের সাথে জড়িত ছিলেন। জনগণের আদালতে দায়ের করা ছয়টি পৃথক মামলায় খাতগুলিতে লুণ্ঠন আর ধ্বংসযজ্ঞের বিস্তারিত চিত্র উঠে এসেছে।

 

প্রকাশকাল : ডিসেম্বর ২০০৯
প্রচ্ছদ : অমল আকাশ
দাম : পঁচাত্তর টাকা/পাঁচ ডলার 
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৮৮৮-২০৭-৪